স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা ও মহানগরীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরও ২৮ জনকে আটক করা হয়েছে। মহানগর থেকে ২০জন ও জেলা থেকে ৮ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গাজীপুর মহানগর মেট্রোপলিটন পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে ২০জনকে আটক করেছে। অপরদিকে গাজীপুর জেলা পুলিশ ৫টি থানা অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন থানা পুলিশ ২০ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ আরও ৮ জনকে আটক করেছে। আটককৃতরা সকলে ফ্যাসিস্ট সরকারের লোক ছিলেন। এ অভিযান অব্যাহত রয়েছে। চলমান অভিযানে এ পর্যন্ত জেলা ও মহানগরে প্রায় ৪৪০ জনকে আটক করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
উল্লেখ্য, গত ৭ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ২০ জন শিক্ষার্থী আহত হন। আবুল কাশেম নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫