স্টাফ রিপোর্টার:: সারাদেশে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদে আজ সোমবার টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের উদ্যোগে টঙ্গীর কলেজ গেইট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকশ শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। মিছিলে ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণসহ ঘটে যাওয়া সব অপরাধের বিচার দাবি করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এবং সব অপরাধের বিচার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সদস্যসচিব মহসিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ, নাজমুল ইসলাম সরকার, আকাশ খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫