
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ দিবস পালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন, সাংবাদিক নূরুল আমীন সিকদার, অধ্যক্ষ রাসেল সরকার, প্রধান শিক্ষক মাহামুদুল হক, শামসুদ্দিন প্রধান প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন বলেন, ভোটার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভোটারদের উদ্বুদ্ধ করতে এ দিবস পালন করা হয়।



Discussion about this post