
গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে পবিত্র রমজান উপলক্ষ্যে সুলভ মুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগ। রোববার (২ মার্চ) সকালে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরেনারী হাসপাতালের উদ্যোগে রমজান মাস ব্যাপী চলবে এ কার্যক্রম। এখানে প্রতি হালি ডিম ৩৮ টাকা, প্রতি কেজি দুধ ৭০ টাকা ও ব্রয়লার মুরগির মাংস কেজি প্রতি ১৮০ টাকা করে বিক্রয় করা হচ্ছে।
এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ ভেটেরেনারী সার্জন মামুনুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা সংগীতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা মোঃ সুমন মোল্লা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল রহমানসহ উপজেলা প্রাণীসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার ক্রেতারা।
এসময় ক্রেতারা জানান পবিত্র রমজান উপলক্ষ্যে সুলভ মুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হলে ভোক্তারা অথ্যনৈতিক সাশ্রয়সহ ভেজালমুক্ত পন্যসামগ্রী পাবে। রমজান মাসে প্রতিদিনই এই বিক্রয় কেন্দ্র পরিচালনা করার জন্য আয়োজকদেও প্রতি আহবান জানান।



Discussion about this post