
আল আমিন,নাটোর প্রতিনিধি:- নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ঋষির নওগাঁ গ্রামে আরিফুল (০৬) নামে শিশু গত শনিবার থেকে নিখোঁজ ছিল। আজ দুপরে একই এলাকার পুকুর মালিক ফারুক হোসেন পুকুরে মাছ ধরতে আসলে বাচ্চাটিকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখতে পায়। পরবর্তীতে ঘটনাটি পরিবারকে জানালে স্থানীয় থানা পুলিশের সহায়তায় বাচ্চাটিকে উদ্ধার করা হয়। মৃত শিশু আরিফ ঋষির নওগাঁ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে লক্ষ্মীপুর সানরাইজ স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মৃত আরিফুলের পিতা আনোয়ার হোসেন বলেন, শনিবার দুপুর পর থেকে ছেলে আরিফকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা অনেক স্থানে খোঁজাখোজি করে না পেয়ে থানা পুলিশকে বিষয়টি জানাই। আজ দুপুরে তার লাশ বাড়ির অদুরে একটি পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়য়। তিনি বলেন , তাঁর ছেলের মৃত্যুর বিষয়ে কারো প্রতি কোন অভিযোগ নেই। সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আমরা একটা অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থলে আসি ।শিশুটিকে স্থানীয়দের সাহায্য সহযোগিতায় পুকুর থেকে উদ্ধার করি। তিনি আরোও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকার কারণে থানায় একটি লিখিত নিয়ে শিশুটিকে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।



Discussion about this post