
নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। এই চারজনের পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর শাহজাদপুরের ‘সৌদিয়া হোটেলে’ আগুনের ঘটনা ঘটে। দুপুর ১২টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসে এ খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়েছে, নিহতদের লাশ ছয় তলায় পাওয়া গেছে। একটি লাশ পাওয়া গেছে বাথরুমে, অন্যগুলো সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



Discussion about this post