স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশের ন্যায় গাজীপুরে নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার গাজীপুরের রাজবাড়ী মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। এ সময় গাজীপুর টিসিবি ক্যাম্প অফিসের সহকারী পরিচালক রাশেদুল ইসলামসহ টিসিবির ডিলার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমের আওতায় গাজীপুর শহরের পাঁচটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রতিজনের কাছে দুই লিটার তেল, দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। প্রতিটি পয়েন্টে ৪০০ উপকারভোগীসহ প্রতিদিন দুই হাজার পরিবার সুলভ মূল্যে এসব পণ্য পাবেন। আর সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। উদ্বোধন শেষে জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য এ টিসিবি কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫