
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে টিসিবির পণ্য নিতে গিয়ে মারামারিতে অন্তত ৫ জন আহত হয়েছে। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বড়হরিশপুর একতা ক্লিনিক মোড়ে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনান্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান, সকালে বড়হরিশপুর এলাকায় নির্ধারিত স্থানে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেন বিক্রেতা। বিক্রয় শুরুর পর সেখানে সাধারণ ক্রেতাদের ভীড় বাড়তে শুরু করে। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে ক্রেতাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্বাধাক্কি ও হাতাহাতি শুরু হলে কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং পণ্য বিক্রয় কার্যক্রম স্বাভাবিক হয়।



Discussion about this post