স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ট্রাক চাপায় এক নারী শ্রমিক নিহত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার সহকর্মীরা। নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) ওই কারখানার সুইং সেকশনে সিনিয়র অপারেটর হিসেবে চাকরি করতো। আজ বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। এর কিছু সময পর তারা মহাসড়ক অবরোধ শুরু করে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বুধবার (১২ মার্চ) ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সহকর্মী নিহতের প্রতিবাদে ওই কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে।
শ্রমিকরা জানায়, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ। বাচ্চার চিকিৎসার জন্য থাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে সহকারি উৎপাদন ব্যবস্থাপক (এপিএম) মতিউর রহমানের কাছে বুধবারের জন্য ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেয়া পরিচয়পত্র রেখে দিয়ে বাড়ি চলে যেতে বলে। তবে এব্যাপারে পোশাক কারখানা কর্তৃপক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫