প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৭:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ
নাটোরে নিখোঁজ শিশুর মরদেহ মিললো মিক্সার মেশিনের নিচে

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে মিক্সার মেশিনের নিচ থেকে নিখোঁজ এক শিশুর (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে নাটোর-বগুড়া হাইওয়ের ভবানীগঞ্জ মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম গোলাম মোস্তফা। সে ভবানীগঞ্জ মোড় এলাকার রিপন হোসেনের ছেলে। রিপন হোসেন জানান, দুপুর ১টার দিকে শিশু গোলাম মোস্তফাকে দেখতে না পেয়ে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল ৪টার দিকে স্থানীয়রা শিশুটিকে রাস্তা নির্মাণের জন্য রাখা মিক্সার মেশিনের হপারের নিচে গলা ও মাথা প্যাচানো অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহবুবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায়, ছেলেটি খেলার ছলে মিক্সার মেশিনের নিচ দিয়ে মাথা ঢুকিয়ে চাপ খেয়ে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]