প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
নাটোরের লালপুরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’ শ্লোগান

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুর উপজেলার বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে উঠেছে। এতে লেখা ছিল ‘বাংলা আমার অহংকার, তাই বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় মসজিদটির ডিজটাল সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, একই গ্রামে ঈদের দিন নামাজ শেষে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর আহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে লালপুর থানায় সন্ত্রাস দমনে আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাতজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার তিনদিন পরে আজ একই গ্রামের মসজিদে ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান লেখাটি ভেসে ওঠে। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না। তবে বিষয়টি জানার পরই ডিজিটাল সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]