স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী সরকারি কলেজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রবিবার সকালে কলেজের হলরুমে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদ, কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্ধ।
এ সময় অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম বলেন,”ঈদ শুধু একটি উৎসব নয়, এটি ভালোবাসা, সম্প্রীতি আর সহমর্মিতার প্রতীক। এই পুনর্মিলনী আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। আমরা চাই কলেজের শিক্ষার্থীদের মাঝে এই মূল্যবোধ ছড়িয়ে যাক। শিক্ষার পাশাপাশি মানুষ গড়ার জায়গাটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫