আল আমিন, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আটকের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে বিনা বাধায় ছিনিয়ে নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার বিকেলে লালপুর থানায় এই ঘটনা ঘটে। রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুরে বিএনপি নেতা আব্দুর রশীদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে থানায় গিয়ে ছাত্রদল নেতা রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। এ সময় থানা পুলিশ অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে পুলিশের বিনা বাধায় থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যান তারা।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম জানান, ‘যতদূর জানি বিএনপি নেতা আব্দুর রশীদের বাড়িতে গুলির ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন জড়িত ছিল না। তবে রুবেলকে আটকের পর থানায় কী ঘটেছে তা তিনি নিশ্চত নন।বিষয়টির খোঁজখবর নিচ্ছেন তারা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হকের কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি ঝামেলায় আছেন জানিয়ে মোবাইল সংযোগ কেটে দেন।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, বাগাতিপাড়ায় ১৬ ডিসেম্বরে আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে রুবেলকে পুলিশ আটক করে লালপুর থানায় নিয়ে আসে। পরে ওদের লোকজন থানায় এসে জোরাজুরি করে তাকে নিয়ে গেছে।
কারা এই ঘটনায় জড়িত আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা কিছু নামও পেয়েছি তাদেরসহ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে যৌথ বাহিনী কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫