স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে মো. কামরুজ্জামান (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-সামসু (৩২), রনি (২২) ও পলাশ (৩০)। আজ বুধবার ভোরে স্থানীয় দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব থানার দত্তপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টায় দত্তপাড়া এলাকায় হঠাৎ চিৎকারের শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে আসেন। এ সময় সেখানে গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তিনজনকে সন্দেহজনক আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসা করলে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫