প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:১২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ :- জুবাইদা তাসমিম সেতু "ঝিনাইদহের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দীপায়ন সাংস্কৃতিক একাডেমী ঝিনাইদহের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল আবার এসেছে বৈশাখ আবার জমবে মেলা, মন্ডা মিঠাই খাবে ঘুরবে নাগরদোলা। আজ সকাল ৮ টার সময় জেলা প্রশাসন ঝিনাইদহের আয়োজনে আনন্দ শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ হতে শুরু হয়ে পুরাতন ডি সি কোর্টে এসে শেষ হয়। বর্ণিল সাজে সুসজ্জিত আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ঝিনাইদহের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন দীপায়ন সাংস্কৃতিক একাডেমী ঝিনাইদহের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট সাংবাদিক ও সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফজলুল কবির গামা, দীপায়ন সাংস্কৃতিক একাডেমী ঝিনাইদহের সাবেক সভাপতি জনাব ইমামগীর বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন লিটন, সহ সভাপতি রওশন আলী বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক গোলাম কুদ্দুস, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন, সহ সাংগঠনিক সম্পাদক গুলশানারা খাতুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হরিশ চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পল্লব বিশ্বাস, নির্বাহী সদস্য জবেদ আলী, চাঁদ আলী,সম্মানিত সদস্য ও পৃষ্ঠপোষক কবির হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, শিশুশিল্পী শিহাব, জুবাইদা তাসমিম সেতু, জান্নাতুল ফেরদৌস রিতু সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দীপায়ন সাংস্কৃতিক একাডেমী ঝিনাইদহের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বি এম আনোয়ার হোসাইন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]