
আল আমিন,নাটোর প্রতিনিধি :- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন বিহীন কোন সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ, স্বৈরাচারের জন্ম হয়। বিএনপি জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে ওই সরকারের জবাবদিহিতা থাকে। আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেব খুব দ্রুত নির্বাচনের ঘোষনা দেবেন এবং সেই নির্বাচনে নির্বাচিতরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। আজ রবিবার সকালর ১১টায় নাটোরের একটি রেস্তারায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ সরকার বিদায় করতে পারলেও দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তিশালী চক্র গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। নির্বাচন দিতে দেরি হলে এই চক্র আরো বেশি সক্রিয় হয়ে উঠবে। জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনা এবং আহব্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও ওবায়দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক জিল্লুর রহমান চৌধুরী বাবুল, দাউদার মাহমুদ, আব্দুল আজিজ, ফারজানা শারমিন পুতুল, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, মিজানুর রহমান ডিউক প্রমূখ।



Discussion about this post