স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৪) দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় বাংলাদেশ ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলের দেয়াল সংলগ্ন একটি ঝুটের গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আশপাশের চারটি গুদামে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী বাড়ির মালিকরা নিজস্ব তত্ত্বাবধানে আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরে ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আবাসিক এলাকার ভিতর এ ধরনের ঝুট গুদাম ভাড়া দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
টঙ্গী ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত আগুন নিয়ন্ত্রণে আনে ডাম্পিং এর কাজ চলমান আছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫