আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গার স্থানীয় হ্যামলেট ক্যাফেতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গার বিশিষ্ট নাগরিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ব্যারিস্টার ফুয়াদ উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান এবং আলমডাঙ্গাবাসীর আন্তরিকতা ও উদারতার প্রশংসা করেন। তিনি এবি পার্টির প্রতিষ্ঠা, লক্ষ্য ও রাজনৈতিক দর্শন সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের চ্যালেঞ্জ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টির গৃহীত নীতিমালা ও কর্মসূচি তুলে ধরেন। ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এবি পার্টি বিশ্বাস করে, সাধারণ মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও সংকটকে সামনে রেখেই রাজনীতি করতে হবে। তিনি আরো জানান, এবি পার্টি জনসম্পৃক্ত রাজনীতির একটি নতুন ধারা প্রবর্তন করতে চায়, যেখানে রাজনীতিবিদ এবং নাগরিকের মধ্যে সরাসরি সংলাপ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা স্থানীয় সমস্যা, উন্নয়ন ভাবনা এবং জাতীয় রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত ব্যক্ত করেন। ব্যারিস্টার ফুয়াদ প্রত্যেক বক্তব্য গভীর মনোযোগের সাথে শোনেন এবং তাদের অভিমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জনগণের কথা শোনা ও সেই অনুযায়ী নীতিনির্ধারণ করা এবি পার্টির অন্যতম অঙ্গীকার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উন্মুক্ত প্রশ্নোত্তরপর্ব ছিল, যেখানে মুক্তভাবে মতপ্রকাশ করেন। উপস্থিত অতিথিরা এবি পার্টির এমন জনগণমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরণের মুক্ত সংলাপের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা জেলা এবি পার্টির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার নোমান, মুফতি মাওলানা ইমদাদুল হক, মাওলানা শাফায়েত-উল ইসলাম হিরো, পান্না চৌধুরী প্রমুখ। মুসাব তাওহীদ মতবিনিময় সভার আয়োজন করেন। এদিকে, মতবিনিময় সভার পূর্বে ব্যারিস্টার ফুয়াদ ঐতিহ্যবাহী আলমডাঙ্গার দ্বিতল স্টেশন পরিদর্শন করেন।
