প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈরে লিবার্টি নীটওয়ার লিমিটেড কারাখানা উৎপাদন শুরু

জুলফিকার আলী জুয়েল:- শ্রমিকদের দাবি মেনে আজ থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দুরা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত লিবার্টি নীটওয়ার লিমিটেড কারাখানা যথাসময়ে নিয়মিত ভাবে শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন, যৌথ বাহিনী, শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে গত ২৫এপ্রিল ২০২৫ ইং রোজ শনিবার উক্ত কারখানায় ফিনিশিং বিভাগের এক কন্ট্রাাক্ট শ্রমিক মোঃ শাহ আলম মধ্যান্য কর্ম বিরতিতে বাহির হওয়াকে কেন্দ্র করে কর্তৃপক্ষের সাথে দ্বিমোত পোষন হলে ঐ কন্ট্রাাক্ট শ্রমিক মোঃ শাহ আলম ও কারখানার উর্দ্ধতন উৎপাদন কর্মকর্তার মাঝে কথা কাটাকাটি হয় এবং উভয়ের মধ্যে হাতাহাতি হলে পরিস্থিতি সামাল দিতে কর্মরত অনেকেই এগিয়ে এসে তাদেরকে উৎপাদন কর্মকর্তার চেম্বারে নিয়ে আপোষ মিমাংসা করার চেষ্টা করা হয় এবং ঐ কন্ট্রাাক্ট শ্রমিক মোঃ শাহ আলম এর চিকিৎসার জন্য স্থানিয় তানহা মেডিক্যাল সেন্টাওে নেওয়া হলে সে সুস্থ হয়ে পরলে তার ¯^জনদের নিকট হস্তান্তর করা হয়। এমন সময় কিছু শ্রমিক বহিরাগতদের সহযোগিতায় আন্দোলনে নামে এবং মোঃ শাহ আলমকে পিটিয়ে মেরে ফেলেছে বলে প্রচার ঘাটাতে থাকে। আন্দোলনকারী শ্রমিকরা কারখানার বিভিন্ন স্থানে ভাংচুর ও মালামাল লুট করার চেষ্টা করলে পরিস্থিতি মোকাবেলা করতে শিল্প পুলিশ, স্থানিয় থানা প্রশাসন সহ সেনা মোতায়েন করলে পরিস্থিতি সাভাবিকে ফিরে আসে। পরে শ্রমিকদের সকল প্রস্তাবনা মেনে নিয়ে আন্দোলন স্থগিত করে আজ সকাল ৮টা থেকে নিয়মিত ভাবে সকল সেকশনের উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছেন উক্ত লিবার্টি নীটওয়ার লিমিটেড কারাখানার প্রশাসনিক বিভাগ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]