
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ডেগের চালার বালিয়ারা গ্রামের মো: মমতাজ মিয়ার বাড়িতে অগ্নিদগ্ধে নিহত তিন জনের অপমৃত্যুর মামলা দায়ের করেছে নিহতদের বড় ছেলে সামাইয়ুন কবির শাওন (২৫)। ২৭ এপ্রিল (রবিবার) জিএমপির গাছা থানায় এ মামলার এজাহার দায়ের করা হয়।
শাওন অগ্নিদগ্ধে নিহত মইনুল ইসলাম (১২) এর বড় ভাই ও অগ্নিদগ্ধে নিহত পিতা মো: আঃ হারিছ ও মাতা আয়েশা বেগমের বড় ছেলে। ওরা সকলেই সুনামগঞ্জ জেলার তাহের পুর উপজেলার ঘাগড়া গ্রামের অধিবাসী এবং গাজীপুর মহানগরীর গাছা ধানাধীন ডেগের চালার বালিয়ারা গ্রামের মো: মমতাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এজাহার সুত্রে জানা যায়, ১৫ এপ্রিল ভোর অনুমান সাড়ে ছয়টায় গ্যাস লাইটার দিয়ে মশার কয়েল জালানোর সময় হঠাৎ চারিদিকে আগুন লেগে বিকট শব্দ হয়ে অগ্নিদগ্ধ হয় নিহত তিনজন। পরবর্তীতে আব্দুল হারিছ ১৮ এপ্রিল, আয়েশা বেগম, ২০ এপ্রিল, মইনুল ইসলাম, ২২ এপ্রিল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
থানায় এজাহার দাখিলের পর নিহতদের স্বজন শাওন বলেন, তার বাবার রুমের দরজার সামনে অবৈধ গ্যাস লাইনের রাইজার ছিলো। যা দিয়ে নিয়মিত গ্যাস বাহির হতো। বাড়ির মালিক’কে বলা হলে তিনি তা মেরামত না করে সাবান দিয়ে গ্যাস লিকেজ বন্ধ করার চেষ্টা করতেন শুধু। এজাহার বিষয়ে গাছা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বলেন, এস আই আব্দুল্লাহ ইবনে সাইদ মামলাটি তদন্ত করবেন। মামলার আলামত সিআইডিতে পাঠানো জন্য আদালতের অনুমোদন চাওয়া হয়েছে। অনুমোদন পেলে পাঠানো হবে।



Discussion about this post