প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ
বহিরাগত তাড়ানোর অভিযানে আহত ঢাবির অ্যাসিস্ট্যান্ট প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত তাড়ানোর অভিযানে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল মুহিত।
মঙ্গলবার বেলা পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত তাড়ানোর অভিযানে নামেন প্রক্টরিয়াল বডি। অভিযানে টিএসসি এলাকায় ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মীদের থেকে অসংখ্য রড, হকিস্টিক, জিআই পাইপ, স্টাম্পসহ লাঠিসোঁটা উদ্ধার করেন মোবাইল টিম। টিএসসি এলাকা থেকে অভিযান শেষে বেলা ৪টা ২০ মিনিটের দিকে শহীদ মিনার এলাকায় গেলে সেখানে অবস্থানরত কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির উদ্দেশ্যে 'ভুয়া ভুয়া' ধ্বনি তোলেন।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আস্থা হারানো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির সদস্যের সাথে আক্রমনাত্মক অবস্থান নিলে দৌঁড়ে পালায় প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমান। পেছনে পড়ে যান ফার্মেসী অনুষদের শিক্ষক প্রফেসর আব্দুল মুহিতসহ বেশ কয়েকজন। সিনিয়র এই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে শিক্ষার্থীদের হামলায় আহত হয়। অন্যান্যরা তাকে কোনোরকমে বাঁচিয়ে নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]