স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মহানগরীর ৪৯নং ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-পারুলী বেগম ও তার স্বামী মানিক মিয়া। এ সময় তাদের কাছ থেকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা (পিপিএম) এর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ড এরশাদনগর ১নং ব্লকে মাদক ব্যবসায়ীদের নিজ বাড়িতে অভিযান পরিচালানা করে মানিক মিয়ার দেহ তল্লাশী করে ৯৯পিস ও পারুলী বেগমের শয়ন কক্ষের আলমারীর ড্রয়ারের ভিতরে ১১০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫