প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
চিকিৎসা নয়, কোম্পানির দরবার! ময়মনসিংহ মেডিকেলে রোগীর চেয়ে দামি ওষুধ প্রতিনিধি?

শেখ মামুনুর রশীদ মামুন:- সরকারি হাসপাতাল মানেই কি অবহেলা? রোগী মানেই কি উপেক্ষার বস্তু? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগের রুম নম্বর ২২৬ যেন হয়ে উঠেছে ‘প্রেসক্রিপশন বাজার’। সকাল ৮:৩০ থেকে রোগীরা লাইনে, কেউ বৃদ্ধ, কেউ শিশু কোলে নিয়ে মায়েরা। কিন্তু ডাক্তার এলেন ১০টায়। আসার সাথে সাথে কোম্পানির প্রতিনিধিরা ঘরে ঢুকে পড়লেন। রোগীরা তখন দরজার বাইরে—হতাশা, ক্ষোভ আর অসহায়তায় দাঁড়িয়ে। ভুক্তভোগী এক ব্যক্তি বলেন,-“রোগী হয়ে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, আর কোম্পানির লোক চোখের ইশারায় ঢুকে পড়ে!” নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালের সরকারি সময় জনগণের জন্য। কিন্তু বাস্তবে তা যেন কোম্পানির জন্য সংরক্ষিত। প্রশ্ন হচ্ছে—চিকিৎসা কি এখন ওষুধ কোম্পানির পণ্যে পরিণত হয়েছে? এই অব্যবস্থার বিরুদ্ধে এখনই প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। জনগণের কণ্ঠস্বরকে দমন নয়, শুনতে হবে—কারণ স্বাস্থ্য সেবা বাণিজ্য নয়, এটি মৌলিক অধিকার!
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]