স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। হাফিজুর ইসলাম সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার রুপশি গ্রামের গাফ্ফার আলী ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্র জানা যায়, রোববার (২৬ এপ্রিল) রাতে ধর্ষণের শিকার ওই নারী ফাহিম আহমেদ সোহাগ (৩৫) ও রায়হান আলী (৩৬)—দুই বন্ধুর সঙ্গে উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় আয়নাল হকের বাড়ির ভাড়াটিয়া হাফিজুরের কাছে বেড়াতে আসেন। এ সময় সোহাগ ওই নারীকে স্ত্রী বলে পরিচয় দিয়ে রাতে থেকে যায়। সোহাগ, রায়হান ও হাফিজুর মিলে রাতভর একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে ওই নারীকে। একপর্যায়ে ওই নারী অজ্ঞান হয়ে যায়। ভোরে তাকে গাজীপুর চেীরাস্তা এলাকার একটি খাবার হোটেলের সামনে ফেলে রেখে চলে যায় তারা।
স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা নেয় ওই নারী। পরে সোমবার (২৮ এপ্রিল) ওই নারী তিনজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে উপজেলার ধোপাচালা এলাকা থেকে হাফিজুরকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার দুপুরে ধর্ষণ মামলায় গাজীপুর জেলহাজতে পাঠায় তাকে। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অপর দুই অভিযুক্ত সোহাগ ও রায়হান।
কালিয়াকৈর থানার পরির্দশক (তদন্ত) জাফর আলী খান বলেন, ওই নারীর ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভুগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫