স্টাফ রিপোর্টার :-গাজীপুর মহানগরীর টঙ্গীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে টঙ্গীর গুটিয়া মেডিকেল কলেজের পাশ্বে ছায়াকুঞ্জ মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় অংশ গ্রহণ করেন গুটিয়া নাইন স্টারস লায়ন ও গাছা টাইগার্স। গুটিয়া আর্দশ স্পোটিং ক্লাবের উদ্যোগে এই খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট জালাল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, গাছা থানা বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ, নিশাত মাহমুদ জালাল, ছাত্রদল নেতা প্রত্যয় বেপারী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন পরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভীড় ছিল। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকার নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেছেন। মুহূর্মুহু করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন তারা। হৈ হুল্লোড়ে মাঠ কাপিয়েছেন শিশু কিশোররাও। এইরকম একটি খেলা আয়োজন করায় দর্শকরা খুশি হয়েছেন। একটা সময় ছিল প্রতিটি গ্রামে হাডুডু খেলা হতো, এখন আর হাডুডু খেলা তেমন দেখা যায় না। দীর্ঘদিন পরে বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়দের খেলা দেখতে আমাদের ভালো লেগেছে। আমরা চাই এমন হাডুডু খেলার আয়োজন আবারো হোক। খেলা শেষে গুটিয়া স্টারস লাইন বিজয়ী দলকে ৫০ হাজার টাকা ও রানার্স আপ দলকে গাছা টাইগার্স দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫