স্টাফ রিপোর্টার, মো:নাজমুল ইসলাম:- গাজীপুরের কাশিমপুরে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত একটি ভবন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৩ মে) ধনজয় খালি মন্দির সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কাশিমপুর ভূমি অফিসের নায়েব আবদুল লতিফ এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী ভূমি কমিশনার মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ভবনটি ভেঙে ফেলা হয় এবং জমিটি পুনরুদ্ধার করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই সরকারি এই জমিতে ব্যক্তিমালিকানার দাবি করে অবৈধভাবে ভবন নির্মাণের চেষ্টা চলছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করা হয়।
অভিযানকালে কাশিমপুর ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন এবং ব্যাটেলিয়ান পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন । ভূমি অফিস সূত্রে জানা গেছে, সরকারি জমিতে দখলদারির বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫