স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে হস্তশিল্প, সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার প্রশাসক তনিমা আফ্রাদ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. আলাউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ। এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। পৌরসভা সবসময় নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাবে।
তিনি আরো বলেন, এই প্রশিক্ষণ শুধুমাত্র একটি শিক্ষা কার্যক্রম নয়, বরং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ। অনুষ্ঠান শেষে তিনটি ট্রেডে ৭০জন প্রশিক্ষণার্থী নারীর মাঝে প্রাথমিক কিটস বিতরণ এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫