
নিজস্ব প্রতিবেদক :: চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে ইয়াসিন (৩৪) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকার রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (৪ মে) ঢাকার কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (৩ মে) বিমানবন্দর রেলস্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার পথে একটি ট্রেনে কয়েকজন যাত্রী ছিনতাইয়ের শিকার হন। অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
খবর পেয়ে ঢাকা রেলওয়ে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত অভিযান পরিচালনা করে। রাতেই মূল অভিযুক্ত ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন সহযোগী—মো. হৃদয় (২০), মো. হৃদয় (২৫) ও মো. ফাহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



Discussion about this post