নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি টাকার ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদসহ ২ মাদককারবারিকে আটক করা হয়েছে। আজ সোমবার (৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন ইয়াবা পাচারকারি সাইফুল ইসলাম (২০) ও মদ কারবারি আব্দুল করিম (৩২)। উভয়েই টেকনাফ থানার বাসিন্দা।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় উক্ত এলাকায় একজন সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে বস্তার মধ্যে প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। অপরদিকে একইসময় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া টেকনাফ থানার মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে।
এ সময় সিটের নিচে অভিনব কায়দায় লুকানো প্রায় ২০ হাজার টাকার ৫০ লিটার দেশীয় মদ ও ইজিবাইকসহ মাদককারবারি আব্দুল করিমকে আটক করা হয়। এ সময় লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পা কেটে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ আরো বলেন, জব্দকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল, ইজিবাইক ও অন্য আলামতসহ আটকদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫