
ঝিনাইদহ থেকে বিশেষ প্রতিনিধি, মোঃ ফজলুল কবির গামা:- ঝিনাইদহে ফেইসবুকে ইসলাম ধর্ম বিদ্বেষী পোস্ট করায় গ্রেফতার করা হলো এম.এ সাইদ,গুরুজী জ্যোতিষ সাইদ (৬৭), পিতা-মৃত শফি উদ্দিন,সাং-কাঞ্চনপুর উত্তরপাড়া, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ। তার পাগলাকানাইস্থ “রাশিচক্র ও খানকায়ী সেফা কার্যালয়” নামক অফিস থেকে তার নিজ নামেও ফেইসবুক আইডি “Guruji Jotish Sayed” থেকে ইসলাম ধর্ম বিদ্বেষী একটি পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এম,এ সাইদ, জ্যোতিষ সাঈদের এর প্রদানকিত পোস্টটি মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ঝিনাইদহ জেলাসহ আশেপাশের এলাকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে এম,এ, সাইদের রাশিচক্র ও খানকায়ী শেফা কার্যালয়ে স্থানীয় আলেম- ওলামগণ ভাঙচুর করে এবং রাস্তায় অগ্নিযোগ করে এম,এ,সাঈদকে গ্রেফতারের জন্য বিক্ষোভ মিছিল করে। বিষয়টি পুলিশ সুপার, ঝিনাইদহের গোচরীভূত হলে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে দ্রুত অপরাধীকে গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদাহ ও ঝিনাইদহ সদর থানা পুলিশকে নির্দেশ করেন। তৎপ্রেক্ষিতে পুলিশ সুপার, ঝিনাইদহের দিক-নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর এসআই (নিঃ) মোঃ খালিদ হাসান,বিপিএম,এসআই (নিঃ) মোঃ ইকলাছুর রহমান ও ঝিনাইদহ সদর থানার এসআই (নিঃ) মোঃ রোকনুজ্জামান সহ একটি চৌকোস টিম এবং সিটিটিসি, ডিএমপি, ঢাকার যৌথ অভিযানে ঢাকা জেলার সাভার থানাধীন জামসিং এলাকা থেকে আসামি এম,এ,সাইদকে অদ্য ০৫.০৫.২৫ ইং তারিখ রাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোঃ ইসমাইল হোসেন বেলালী (৩৬), পিতা-মৃত বাবর আলী মোল্লা, সাং- গয়েশপুর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঝিনাইদহ থানার মামলা নং-১১, তারিখ ০৫/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-২৯৫(ক)/২৯৮/৫০৬/(২) পেনাল কোড। মামলাটি বর্তমানে তদন্তাধীন।



Discussion about this post