নিজস্ব প্রতিবেদক :: মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে রোববার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ। বিকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ী সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সোমবার সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন।
জানা গেছে, গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের মাওলানা ইমাম রইস উদ্দিনকে গত রোববার গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় একটি মহল। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয়। তাকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের নেতাকর্মীরা।
এ ঘটনায় জড়িত কাউকে এ পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আলটিমেটাম ঘোষণা করেন তারা। একপর্যায়ে ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি ঘোষণা করা হয়। রোববার ওই কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনটির ব্যানারে বিভিন্ন এলাকা হতে নেতাকর্মী ও সমর্থকরা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ী সড়কে জড়ো হয়। এ সময় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা হতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তারা একটি খোলা ট্রাকের ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখেন।
অধ্যক্ষ সামাদ বলেন, মব ভায়োলেন্সের মাধ্যমে পরিকল্পিতভাবে ইমাম রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে। তিনি ইসলামি ছাত্রসেনা ঢাকা মহানগরের নেতা ছিলেন। ইমাম রইস উদ্দিনকে হত্যার সঙ্গে জড়িত মব সৃষ্টিকারী সন্ত্রাসী ও মদতদাতাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশের সবাই যখন কাজ করতেছে, তখন একটি মহল ইমামকে নির্যাতনকারী খুনিদের পক্ষ নিয়ে দায়িত্ব অবহেলার চরম নজির স্থাপন করেছে।
তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার ও তাদের বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে। বাংলার আপামর জনতা রইস হত্যার বিচার না নিয়ে ঘরে ফিরবে না। এ সময় তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আহ্বানে সোমবার সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান। এ অবরোধের পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
সমাবেশে অন্য বক্তারা বলেন, আমরা সুফিবাদী মুসলমানরা এ দেশে সংখ্যাগরিষ্ঠ। সুফিবাদী ইমাম রইস উদ্দিনকে সুন্নি মতাদর্শের কারণে যারা হত্যা করা হয়েছে। এ হত্যার বদলা আমরা দেশের আইনের মাধ্যমে নিতে চায়। মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা যজ্ঞ বন্ধ চাই। সরকার যত তাড়াতাড়ি এ বিষয়ে পদক্ষেপ নেবে, ততই দেশের জন্য মঙ্গল।
সমাবেশে বক্তব্য রাখেন- আহলে সুন্নাত সেন্ট্রাল স্ট্যান্ডিং কমিটির মেম্বার ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ সউম আবদুস সামাদ, উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, মুফতি গিয়াস উদ্দীন তাহেরী, অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, অ্যাডভোকেট ইকবাল হাসান, মুহাম্মদ আবদুল হাকিম, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুল আলীম, পীরজাদা মাহদী হাসান, শাইখ মহিউদ্দিন হামিদী, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, সহকারী অধ্যাপক মাওলানা আহমেদ রেযা প্রমুখ।
জিএমপির পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম জানান, ইমাম রইস উদ্দিন মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাজেদা আক্তার বাদী হয়ে শুক্রবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। মামলায় প্রতিহিংসার জেরে এলাকার একটি পক্ষ ইমাম রইস উদ্দিনকে হত্যা করে বলে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫