
নিজস্ব প্রতিবেদক:- গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বরেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজের কোন দল নেই। তারা কোন দলের হতে পারে না। তাদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী, তারা চাঁদাবাজ। তিনি বুধবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ি আনসার মার্কেটের সামনে টাঙ্গাইল মহাসড়কে আয়োজিত ওঠান বৈঠক ও ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি, মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করতে সাধারণ জনগণকে পুলিশের পাশে থাকার আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোহাম্মদ জাহিদুল হাসানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন। পুলিশ কমিশনার আরো বলেন, ট্রাফিক শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া কাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তিনি আরও বলেন, উঠান বৈঠকের মাধ্যমে আমরা জনগণের কাছাকাছি যেতে চাই, তাদের সমস্যা শুনতে চাই এবং কোনাবাড়ীতে অসামাজিক আবাসিক হোটেলের ব্যাবসা ও মহাসড়কের অটোরিকশা বিরুদ্ধে সমাধানে একযোগে কাজ করতে চান তিনি। বৈঠকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধি সহ বিপুলসংখ্যক নাগরিক অংশগ্রহণ করেন। তারা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন। অংশগ্রহণকারীরা বলেন, গাজীপুর মহানগর পুলিশের এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Discussion about this post