
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে গনহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ জুম্মার নামাজ শেষে কানাইখালী এলাকায় কেন্দ্রীয় মসজিদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা আহবায়ক শিশির মাহমুদ, হারুনুর রশিদসহ অন্যান নেতাকর্মিরা। বক্তারা বলেন, অনতিবিলম্বে আওযামী লীগ নিষিদ্ধ করতে হবে। গনহত্যার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হতে পারে না বলে হুঁশিয়ারি দেন তারা।



Discussion about this post