
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার:- সাভারের রাঢীবাড়ি ভাটপাড়া এলাকার দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় শুক্রবার জুম্মার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
দোয়া মাহফিলে খোরশেদ আলম কৃতি ফিরোজীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং কৃতির শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি সর্বদা তাদের পরিবারের পাশে আছেন। তিনি আরো বলেন, সাভার পৌরবাসীর সুখে দুঃখে সকল প্রয়োজনে পাশে থাকবো। সাভারের জনগণের কল্যানে উন্নয়ন মূলক কাজ করে সাভারকে আলোকিত পৌরসভা হিসেবে গড়ে তুলবো। এসময় উপস্থিত ছিলেন কৃতির পিতা অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ খোরশেদুজ্জামান ফিরোজি, মোঃ রাকিব হাসান, রাশেদুজ্জামান বাচ্চু, খান মজলিশ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



Discussion about this post