
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি আজিম সরকার ওরফে আজিম সিকদারকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দুপুরে স্থানীয় ইউটা গার্মেন্টসে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই দিন ভোরে গাজীপুর সদর উপজেলা মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজিম সিকদার গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিম সিকদারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তিনি মির্জাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেনের ছোট ভাই। তিনি এলাকায় জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার হিসেবে সব কাজ করতেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতেন।
সূত্র জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীর আলমের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য শুনে তিনি নাশকতার উদ্দেশ্যে এলাকায় এসেছিলেন বলে পুলিশের ধারণা।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় আসেন আজিম সিকদার। গোপনসূত্রে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাকে মির্জাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগের নেতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Discussion about this post