
আল আমিন, নাটোর প্রতিনিধি :- আসন্ন ঈদ-উল আযহায় কুরবানিকৃত পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথের চামড়া ব্যবসায়ী ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় আনান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া, বিসিকের প্রমোশন অফিসার কিশোর কুমার, জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি সায়দার খান, সহ-সভাপতি নাসিম খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকীসহ চামড়া ব্যবসায়ীরা। এসময় জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকে লবন সিন্ডিকেট রোধ, কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা ও মৌসুমের এক মাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রশাসনের কাছে দাবি জানান।



Discussion about this post