
জসিম উদ্দিন রাজিব:- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার স্বীকার হয়েছে সুফিয়া (৩০) নামে এক গৃহবধূ। শনিবার (১৭ মে) সকালে বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্ধপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সুফিয়ার ভাই আবু তাহের বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূ সুফিয়ার স্বামী পারভেজ (৪০) সৌদি আরব প্রবাসে থাকেন। সেখানে কর্মরত অবস্থায় বিবাদী রাব্বি(২৩)’র সম্পর্কে মামা আনোয়ারের সাথে পরিচয় হয়। এর সুবাদে আনোয়ার তার ব্যক্তিগত কাজে ১ মাসের জন্য প্রবাসী আনোয়ারের কাছ থেকে ২ লাখ টাকা ধারকর্জ হিসেবে নেয়। ধারকর্জের ২ লাখ টাকা নির্ধারিত ১ মাস সময় শেষে ফেরত না দিলে প্রবাসী পারভেজ তার স্ত্রী সুফিয়াকে জানায়। গৃহবধূ সুফিয়া স্বামীর কথামতো আনোয়ারের আত্মীয় স্বজনদের কাছে পাওনা ২ লাখ টাকা চাইতে গেলে তারা দেই দিচ্ছি বলে ঘুরাইতে থাকে। বিবাদী রাব্বি(২৩)র মামা আনোয়ার পাওনা টাকা ফেরত না দিয়ে বাদীর বাড়ির পাশে জমি ক্রয় করে সেখানে বিল্ডিং তৈরির কাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ মে) সকালে আবারো পাওনা টাকা চাইতে যায়। এসময় গৃহবধূ সুফিয়া তার স্বামীর পাওনা ২ লাখ টাকা চাইলে বিবাদী মনিরের ছেলে রাব্বি(২৩) ও নাজির (৩৫), মোসলে উদ্দিনের ছেলে মনির হোসেন(৪৫), মনিরের ছেলে সৌরভ (১৮) সহ অজ্ঞাত আরো কিছু বিবাদী সংঘবদ্ধ হয়ে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। একপর্যায়ে বিবাদীরা গালিগালাজ করে লাঠিসোটা দিয়ে গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে পড়নে থাকা জামাকাপড় টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করে। গৃহবধূর আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গৃহবধূ সুফিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী গৃহবধূ সুফিয়া জানান, আমার স্বামীর কাছ থেকে ধারকর্জের ২ লাখ টাকা চাইতে গেলে তারা আমার বুকে লাথি মারে, লাঠিসোটা দিয়ে পিটায় এবং কিল ঘুষি মেরে আমাকে শ্লীলতাহানি ঘটায়। আমি পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।



Discussion about this post