
শেখ মামুনুর রশীদ মামুন:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ-এর অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল। তিনি মাদকের কুফল, সমাজে এর নেতিবাচক প্রভাব এবং তরুণ সমাজকে রক্ষার করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ বাহানুর রহমান। তিনি বলেন, “মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সমস্যার সমাধানে সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।” উক্ত সভায় শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন। সভাটি শেষ হয় সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও খোলামেলা আলোচনার মাধ্যমে।



Discussion about this post