
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গী রেলওয়ে জংশন থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ সালমা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছেন রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃত সালমা শরিয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালি ঢালী কান্দি গ্রামের আজিজুল ঢালীর মেয়ে।
রেলওয়ে পুলিশ জানায়, টঙ্গী রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মের দক্ষিণ পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টঙ্গী রেলওয়ে ফাড়ির উপ পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



Discussion about this post