
নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কলেজে কর্মিসভার আয়োজন করেন গাজীপুর মহানগর ছাত্রদল। মঙ্গলবার (২০ মে ) বিকেলে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মতামত গ্রহন ও কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সঞ্চালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান প্রমুখ।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ বলেন, “বিগত দিনে যারা ছাত্রদলের সঙ্গে নিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন, তারাই নতুন কমিটিতে অগ্রাধিকার পাবেন। যারা সদ্য যুক্ত হয়েছেন, তাদের আমরা স্বাগত জানাই, কিন্তু কমিটি গঠনে অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে।”
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, “ছাত্রদল একটি আদর্শিক সংগঠন। এখানে কোনো অনুপ্রবেশকারীর স্থান নেই। আমরা চাই, প্রকৃত ছাত্রনেতারা নেতৃত্বে আসুক। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের সহ – সভাপতি এইচ এম আবু জাফর বলেন,
ছাত্রদলে অনুপ্রবেশকারী এবং গুপ্ত সংগঠনের সদস্যদের বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন ছাত্রদলের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা, কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে নেতা-কর্মীদের দূরে রাখাই এ কর্মিসভার মূল উদ্দেশ্য।



Discussion about this post