
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:- দামুড়হুদার জয়রামপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যেয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর ছেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গায় কর্মরত আব্দুল গাফফার আকাশ (৩৫) ডাউন কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনে চুয়াডাঙ্গা হতে দর্শনা হল্ট স্টেশনে আসার পথে জয়রামপুর স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে রেল পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।



Discussion about this post