
স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি সাভার। ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে জাঁকজমকপূর্ণভাবে রানী ভিক্টোরিয়ার ২০৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যারাতে কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে এ জন্মবার্ষিকী উদযাপন করেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা। এসময় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকন, সহ-সভাপতি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক মোঃ রাশেদুজ্জামান বাচ্চু সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রানী ভিক্টোরিয়া ছিলেন যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রাণী। ১৮১৯ সালের ২৪ মে লন্ডনের কেনসিংটন প্রাসাদে রানী ভিক্টোরিয়া জন্মেছিলেন। ইতিহাসের সবচেয়ে খ্যাতিমান রানীদের একজন তিনি। তার পুরো নাম আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। ১৮ বছর বয়সে ১৮৩৭ সালের ২০শে জুন তিনি ব্রিটেনের রানী হন। ব্রিটেনের সবচেয়ে সমৃদ্ধ উপনিবেশ ভারতেরও সম্রাজ্ঞী হয়েছিলেন তিনি। রানী ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট ১৮৪০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই রাজকীয় দম্পতির ৯টি সন্তান ছিল। রাজপরিবার খুবই জনপ্রিয় ছিল, যা কানাডার ঐতিহ্য এবং ফ্যাশন উভয়কেই প্রভাবিত করেছিল। ১৮৩৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন।



Discussion about this post