
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়িতে মুঠোফোন চোর সন্দেহে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে কোনাবাড়ির এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে মো. রফিকুল ইসলাম রনি (৪২), রফিকুল ইসলামের স্ত্রী মোছা. ছালমা (৩৭) এবং কোনাবাড়ি হরিণাচালা এলাকার মৃত মেহের আলীর ছেলে এস এম রফিকুল ইসলাম (৬০)।
দিনমজুর নিহতের নাম জুয়েল তালুকদার (৪২)। সে নেত্রকোনা জেলার সদর থানাধীন বাজার এলাকার মৃত কসিমউদ্দিনের ছেলে। তিনি কোনাবাড়ি পারিজাত আমতলা এলাকায় ভাড়াবাসায় থেকে ঝুট-গুদামে দিনমজুরের কাজ করতেন বলে পরিবার সূত্রে জানায়।
প্রসঙ্গ, গেল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি পারিজাত আমতলা এলাকায় মুঠোফোন চোর সন্দেহে জুয়েল তালুকদার ও আব্দুল হক নামে আরেকজনকে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে অভিযুক্ত ব্যক্তিরা। এতে ঘটনাস্থলেই জুয়েল তালুকদার এর মৃত হয়। অপর দিকে আব্দুল হককে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোনবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি থানার ওসি নিজেই তদন্ত করছেন। আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।



Discussion about this post