
আল আমিন, নাটোর প্রতিনিধি :-কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে জেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে দশটা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই কংগ্রেস আয়োজন করে কৃষি বিভাগ।
সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম সাদেকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর রাজশাহী অঞ্চলের মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ।
অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুন্ন রাখা এবং বাণিজ্যিকিকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে।
পার্টনার প্রকল্পের মাধ্যমে পাঁচ বছরে দেশের তিন লাখ হেক্টর আবাদী জমিকে উত্তম কৃষি চর্চার আওতায় আনা হবে, দুই লাখ হেক্টর ধানের জমিতে নতুন জাতের সংস্থাপন, দুই লাখ হেক্টর জমিতে ধান ছাড়া অন্যান্য দানা শস্যের আওতায় নিয়ে আসা, দেশের দুই কোটি ৮৭ লাখ কৃষককে স্মার্ট কৃষি কার্ড প্রদান করা, উৎপাদিত কৃষি পণ্যের সররবাহ ব্যবস্থার উন্নয়ন, মাটি, পানি, বায়ুসহ শস্যের স্বাভাবিক স্বাস্থ্য সুরক্ষায় ছয়টি ল্যাব স্থাপন এবং ডাটাবেজ তৈরি করা অন্যতম। ইতোমধ্যে উপজেলার সাতটি ইউনিয়নে পার্টনার প্রকল্পের দল গঠন করে সমবায় বিভাগের নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



Discussion about this post