
স্টাফ রিপোর্টার:: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর মদিনা পাড়া এলাকা থেকে মো: রাসেল (৪২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে মদিনা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল পূর্ব আরিচপুর মদিনা পাড়ার নুরুল ইসলামের ছেলে।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানান, মো: রাসেল টঙ্গী পূর্ব থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা, হাসনাত আবদুল্লাহর উপর হামলা, মাদক, অস্ত্র, ব্যবসা, রেলওয়ে সম্পত্তি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে রাসেল পলাতক ছিল।



Discussion about this post