
নিজস্ব প্রতিবেদক :- গাজীপুরের শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে এক অফিস সহকারীর টেবিলের নিচ দিয়ে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (২৮ মে) সকালে ভিডিওটি ফাঁস হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, অফিসে কর্মরত একজন নারী চেয়ারে বসা। একজন একজন করে টেবিলের নিচ দিয়ে তার হাতে টাকা দিয়ে যাচ্ছেন। টাকা নেওয়ার পর তার সামনে থাকা খাতায় কী যেন লিখছেন। ফাঁস হওয়া এক মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে পাঁচজনের কাছ থেকে টাকা নিতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই অফিস সহকারীর নাম ফরিদা ইয়াসমীন। তিনি শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত। তবে কারা টাকা দিচ্ছেন এটা জানা যায়নি। কয়েকজন দলিল লেখক জানান, অফিস খরচের নামে প্রতি দলিল থেকে এক থেকে দেড় হাজার টাকা নেন ফরিদা। টেবিলের নিচ দিয়ে তিনি ওই টাকাই নিচ্ছেন। টাকা নেওয়ার বিষয়টি জানতে বুধবার সন্ধ্যায় ফরিদা ইয়াসমীনকে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেননি তিনি। ফলে তার বক্তব্য জানা যায়নি। বিষয়টি জানতে শ্রীপুর সাব-রেজিস্ট্রার সোহেল রানাকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনিও ফোন রিসিভ করেননি।



Discussion about this post