
স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভার।
ঢাকার সাভারে ২০২৪-২৫ অর্থবছরে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় “ফল বাগান সৃজন বিষয়ের উপর” দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোবাহানবাগের হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন নাহার মিলির পরিচালনায় বিভিন্ন জায়গায়র প্রান্তিক কৃষক এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কিভাবে বছরব্যাপী ফল উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে কৃষকদের ধারনা দেয়া হয়। একই সঙ্গে বাড়ির আঙ্গিনার পতিত বা অব্যবহৃত জমিতে পরিকল্পিতভাবে ফলের চারা রোপণ করে পরিবারের ফলের চাহিদা পূরণসহ আয় বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালনের বিষয় নিয়ে কৃষকদের সাথে আলোচনা করা হয়।উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ মোরশেদ আলমের তত্ত্বাবধানে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হর্টিকালচার সেন্টারের মাশরুম উন্নয়ন কর্মকর্তা শান্তা ইসলাম, অনুষ্ঠানে উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



Discussion about this post