
স্টাফ রিপোর্টার:- আগামী ৭ই জুন শনিবার দেশের সকল মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশে সকল মুসলিম ভাই-বোনদের অগ্রীম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি এবং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আব্দুল হাই। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমার ব্যাক্তিগত পক্ষ থেকে শিমুলিয়াবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহা’র অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন। এসময় তিনি আরো বলেন, ঈদুল আযহা’র তাৎপর্য হলো পশু কোরবানি মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। প্রতীকী পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার শিক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। এসময় তিনি আরো বলেন, ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদুল আযহা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবাইকে আবারো ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারাক, ঈদ মোবারক, ঈদ মোবারক।



Discussion about this post