
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুর থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৬০ বোতল মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কভার্ডভ্যান জব্দ করা হয়। আজ শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- কভার্ডভ্যানের ড্রাইভার সিরাজগঞ্জের চৌহালি থানার বোয়ালকান্দি গ্রামের ইমরান হোসেন (২৪) ও কভার্ডভ্যানের হেলপার নেত্রকোনা সদরের রৌহা জামতলা বাজার আরিফ হোসেন বাপ্পী বাবু (২৪)।
অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার জৈনা ফুটওভার ব্রীজের নিচে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকাগামী একটি মাহিন্দ্র বলেরো কভার্ডভ্যান তল্লাশি করে ৪টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য বহনকাজে ব্যবহৃত কভার্ডভ্যানটি করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ওজন ৬৬ লিটার এবং আনুমানিক মূল্য ৫ লাখ ২৮ হাজার টাকা। এ ব্যাপারে শ্রীপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



Discussion about this post