

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার ওসমানপুর বাজারের সবার পরিচিত মুখ, চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা, সাবেক মেম্বার এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী আর আমাদের মাঝে নেই। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি ছিলেন একজন আদর্শবান, পরোপকারী ও সাহসী মানুষ। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশের জন্য যে ত্যাগ তিনি করেছিলেন, তা আজও মানুষের হৃদয়ে গর্ব ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তাঁর মৃত্যুতে ওসমানপুর ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শুধু একজন জনপ্রিয় সমাজসেবক ও সাবেক জনপ্রতিনিধি হিসেবেই নয়, বরং একজন নির্ভরযোগ্য অভিভাবক হিসেবেও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পুত্র আরিফ মিকার ওসমানপুর বাজারের পরিচিত একজন ব্যবসায়ী।
বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন কার্য সম্পাদন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।
মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, তাঁর মর্যাদা শহীদদের সঙ্গে মিলিয়ে দিন, এবং জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন—আমিন।



Discussion about this post